যশোরের ঝিকরগাছা উপজেলায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি রয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। রয়েল ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
ঝিকরগাছা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রয়েলকে তার বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রয়েলের বিরুদ্ধে এর আগে চারটি মামলা রয়েছে। নতুন করে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।